Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

নান্দাইল বোরো ধান-চাল সংগ্রহের উদ্ভোধন 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

মে ৬, ২০২১, ০২:১০ পিএম


নান্দাইল বোরো ধান-চাল সংগ্রহের উদ্ভোধন 

ময়মনসিংহের নান্দাইল উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ মে) নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন।

উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল বারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর সভার মেয়র মো. রফিক উদ্দিন ভ্ইূঁয়া, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিসু্জ্জামান প্রমূখ। 

খাদ্য গুদাম কর্মকর্তা জানান, চলতি বোরো মৌসুমে নান্দাইল উপজেলায় ২৭টাকা কেজি দরে ৩হাজার ১২০ মে.টন ধান ও ১১টি রাইস মেইলের বিপরীতে ৪০টাকা কেজি দরে ২ হাজার ৫ মে.টন চাল সংগ্রহ করা হবে। 

এ বিষয়ে কৃষকেরা অ্যাপসের মাধ্যমে আবেদন অথবা সরাসরি খাদ্য গুদামে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ধান বিক্রি করতে পারবেন। একজন কৃষক ১টন, মাঝারি দেড় টন ও বড় কৃষক ৩টন পর্যন্ত ধান খাদ্য গুদামে বিক্রি করতে পারবেন। 

উল্লেখ্য, গত বোরো মৌসুমের চেয়ে চলতি বোরো মৌসুমে ধান চালের বরাদ্দ কম আসায় সংসদ সদস্য অসন্তেুাষ প্রকাশ করেন।

আমারসংবাদ/কেএস