Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

নাসিরনগরে অভ্যান্তরীন বোরো ধান চাউল সংগ্রহ শুরু

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  

মে ৯, ২০২১, ০৯:১০ এএম


নাসিরনগরে অভ্যান্তরীন বোরো ধান চাউল সংগ্রহ শুরু

গুদামে গুদামে কৃষরে ধান, বাঁচবে কৃষক, বাঁচবে প্রাণ, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রোববার (৯ মে) সকাল ১১ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খাদ্য বিভাগের আয়োজনে স্থানীয় খাদ্য গুদামে অভ্যান্তরীন বোরো ধান চাউল সংগ্রহ অভিযানের শুভ উদ্ভোদন করেন  ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। 

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে আল ইয়াছ হোসাইন ফয়েজ চিশতী, উপজেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুস ছালাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সাঈদ তারিক, খাদ্য পরিদর্শক মোঃ ফখরুল ইসলাম, ওসিএলএসডি মোঃ সোলেমান মিয়া সহ দলীয় বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় ফিতা কেটে  বোরো ধান চাউল সংগ্রহ অভিযানের শুভ উদ্ভোধন করেন এমপি সংগ্রাম। 

জানা গেছে, এ বছর সরকার অত্র উপজেলার প্রকৃত কৃষকের কাছ থেকে প্রতি কেজি ২৭ টাকা ও প্রতিমন ১ হাজার ৮০ টাকা ধরে ২ হাজার ২ শত ৭৭ মেঃ টন সংগ্রহ করা হবে। 

আমারসংবাদ/কেএস