Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

বোমা তৈরির সময় বিস্ফোরণে ইউপি সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

মে ১১, ২০২১, ০৭:৫৫ এএম


বোমা তৈরির সময় বিস্ফোরণে ইউপি সদস্যের মৃত্যু

যশোরের ঝিকরগাছায় বোমা বানাতে গিয়ে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। 

সোমবার দিবাগত রাত দুইটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের নাম নাজমুল আলম লিটন। লিটন ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাবের ছেলে ও  বর্তমানে পাঁচপোতা আট নম্বর ওয়ার্ডের সদস্য।

হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, সোমবার দুপুর একটার দিকে ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে লিটন মেম্বারসহ কয়েকজন বোমা তৈরি করছিলেন। ওই সময় একটি বোমা বিস্ফোরিত হলে তিনি গুরুতর জখম হন। সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে গোপন স্থানে নিয়ে চিকিৎসা করাচ্ছিলেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথিমধ্যে রাতে তার মৃত্যু হয়।

ঝিকরগাছা থানার এসআই সাহিদুজ্জামান বলেন, নাজমুল ইসলাম লিটনের মরদেহ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝিকরগাছা থানায় আনা হয়েছে। 

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হবে। ঘটনার সময় সেখানে কারা ছিল সেগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

আমারসংবাদ/এআই