Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

সাংবাদিক জামিল হাসান খান খোকনকে পরিকল্পিতভাবে হত্যা

মে ১৬, ২০২১, ০৮:০০ এএম


সাংবাদিক জামিল হাসান খান খোকনকে পরিকল্পিতভাবে হত্যা

নিজউ ২৪ এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক স্বর্ণযুগ পত্রিকার সম্পাদক সাংবাদিক জামিল হাসান খান খোকনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করে তার বড় ভাই নাফিজ আহমেদ খান টিটু কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং ৭৪১, তারিখ ১৫/০৫/২১। 

অভিযোগে তিনি ৪ জনের নাম উল্লেখ করেছেন। 

৪ জনের মধ্যে রয়েছে-সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি, কুষ্টিয়া প্রেস ক্লাব ( কেপিসি) সভাপতি ও আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম বিপ্লব, ইনডিপেনডেন্ট টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি মিলন উল্লা, সালমান শাহারিয়া রাজু ও রাকিুবুল হাসান। 

অভিযোগকারী অভিযোগপত্রে উল্লেখ করেছেন, ১২ মে রাতে রাশিদুল উসলাম বিপ্লব জামিল হাসান খোকনকে তার বাসা পূর্ব মজমপুর আরশীনগর ভবনে ডেকে নিয়ে যায়। সেখানে তর্ক বির্তকের এক পর্যায় রাশেদুল ইসলাম বিপ্লব প্রথমে আমার ভাই খোকনকে জোরে ধাক্কা দেয় এবং অপররা ঝপটে ধরলে খোকন উক্ত স্থানেই জ্ঞান হারায়। প্রথমে খোকনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে শারিরি অবস্থা অবনতি দেখা দিলে রাতেই ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসার এক পর্যায় খোকন ১৪ মে রাতে মারা যান। 

তিনি আরো বলেন, বিপ্লব গংরা ইতিপুর্বেও আরো ২ দফা আমার ভাইয়ের উপর হামলা চালায়। 

আমারসংবাদ/এআই