Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

নান্দাইলে স্বেচ্ছা সেবকলীগ নেতার উপর হামলা: গ্রেপ্তার ৪

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

মে ১৮, ২০২১, ১২:১৫ পিএম


নান্দাইলে স্বেচ্ছা সেবকলীগ নেতার উপর হামলা: গ্রেপ্তার ৪

ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের আহ্বায়ক মোঃ আজিজুল ইসলাম (৩০) এর উপর হামলার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

আজিজুল ইসলামের স্ত্রী মোছাঃ মমতা বেগম বাদী হয়ে সোমবার (১৭ মে) রাতে ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। 

এতে থানা পুলিশ মামলার আসামি একই গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র সোহরাব হেসেন, জহর আলীর পুত্র ইসহাক মিয়া, এলাছ উদ্দিনের পুত্র মোসলেম উদ্দিন ও আবু তাহেরের পুত্র মাহবুব হোসেনকে গ্রেপ্তার করে মঙ্গলবার ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করেছে। 

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর আকন্দ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহারভূক্ত ৪ জন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। 

উল্লেখ্য, মোঃ আজিজুল ইসলাম শেরপুর ইউনিয়নের লংগারটপাড় গ্রামের মৃত আঃ হামিদের পুত্র আজিজুল ইসলাম। দীর্ঘদিন যাবত প্রতিপক্ষদের সাথে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। 

এরই জের সোমবার (১৭ মে) সকাল আটটার দিকে বাড়ির সামনে আম গাছ তলায় প্রতিপক্ষের অতর্কিত হামলা গুরুতর আহত হয়। বর্তমানে সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

বাদী মমতা বেগম জানান, আমার স্বামীর উপর নির্যাতন ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। 

আমারসংবাদ/এআই