Amar Sangbad
ঢাকা বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪,

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি 

মে ২৪, ২০২১, ১২:২০ পিএম


 শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গতবছর মার্চ মাস থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ এ বন্ধে নিজেদের শিক্ষাজীবন নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা।

এমন পরিস্থিতিতে অবিলম্বে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম  বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু, হল ও ক্যাম্পাস খোলার দাবীতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২৪ মে) সকাল ১১ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্ত্বরে সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা সরকারের প্রতি শিক্ষাপ্রতিষ্ঠান খোলে দেয়ার অনুরোধ জানিয়ে বলেন, দীর্ঘ ১৪ মাস যাবত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমরা আমাদের ভবিষ্যত নিয়ে শংকিত। দেশের অন্যান্য সবকিছু খোলা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখা হয়েছে। যার ফলে আমরা এই দীর্ঘ বিরতিতে নিজেদের পড়াশুনা থেকে অনেক পিছিয়ে পড়েছি এবং হতাশায় ভোগছি। সরকারের প্রতি অনুরোধ রইল।

আমারসংবাদ/কেএস