Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

সেই নবজাতকের ঠাঁই হচ্ছে রাজশাহীর মনি নিবাসে

পাটগ্রাম (প্রতিনিধি) লালমনিরহাট

মে ২৪, ২০২১, ১২:৪৫ পিএম


সেই নবজাতকের ঠাঁই হচ্ছে রাজশাহীর মনি নিবাসে

লালমনিরহাট জেলার পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের একটি ভুট্টাক্ষেত থেকে জীবিত উদ্ধার হওয়া ফুটফুটে কণ্যা শিশু নবজাতকটির ঠাঁই হচ্ছে রাজশাহীর ছোট মনি নিবাস কেন্দ্রে।  
   
গেলো শুক্রবার সকাল উপজেলার জগতবেড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্য মোহাম্মদপুর সবেতুল্লা গ্রামের একটি ভুট্টাক্ষেতের মধ্যে খালি শরীরে নবজাতকটিকে পায় মিনা বেগম নামে এক নারী। 

ওইদিন পুলিশ খবর পেয়ে নবজাতক শিশুসহ দম্পতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শিশুটির স্বাস্থ্য পরীক্ষা শেষে মোহাম্মদ আলী ও মিনা বেগম দম্পত্তির জিম্মায় শিশুটিকে দেয়া হয়।  

উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভাষ্য মতে, নবজাতকটিকে দত্তক নিতে ইতোমধ্যে সাত ব্যক্তি আদালতে আবেদন করেছেন। তাদের মধ্যে মিনা বেগমও রয়েছেন। হয়তো আরও অনেকে আদালতে আবেদন করতে পারে। তাই আদালতের সিদ্ধান্ত পেতে একটু সময় লাগতে পারে। 

এ কারণে নবজাতকটিকে সোমবার (২৪ মে) রাজশাহীর ছোট মনি নিবাস কেন্দ্রে পাঠানো হচ্ছে। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, নবজাতকটি উদ্ধার করে সমাজসেবা বিভাগের মাধ্যমে সোমবার রাজশাহী ছোট মনি নিবাস কেন্দ্রে পাঠানো হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশমত ব্যবস্থা নেয়া হবে।  

আমারসংবাদ/এআই