Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

একসঙ্গে ৩ শিশু জন্ম দিলেন এক মা

নিজস্ব প্রতিনিধি

মে ৩১, ২০২১, ০৬:২০ পিএম


একসঙ্গে ৩ শিশু জন্ম দিলেন এক মা

ব্রাহ্মণবাড়িয়ায় সুমাইয়া আক্তার নামের এক গৃহবধূ একসঙ্গে তিনটি ফুটফুটে যমজ কন্যাশিশুর জন্ম দিয়েছেন।

সোমবার (৩১ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের টেংকেরপাড় স্ট্যান্ডার্ড হাসপাতালে ওই তিন শিশুর জন্ম হয়। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুগুলোর জন্ম হয়।

সুমাইয়া আক্তার জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুরের আল আমিন মিয়ার স্ত্রী। তাদের আগেও দুইটি কন্যাসন্তান রয়েছে।

একটি শিশু ২ কেজি ২০০ গ্রাম, একটি ২ কেজি ও একটি ১ কেজি ৯০০ গ্রাম ওজনে জন্ম নিয়েছে। শিশুগুলোর শারীরিক অবস্থা ভালো আছে।  তবে ১ কেজি ৯০০ গ্রামের শিশুটির শারীরিক অবস্থা একটু দুর্বল। প্রসূতিও অনেক ভালো আছেন।

 গাইনি চিকিৎসক কাজী লুৎফুন্নাহার লুৎফা বলেন, সোমবার সকালে ওই প্রসূতির শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে নিয়ে আসেন। আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে আগেই জানা ছিল তার তিন শিশু গর্ভে আছে।

হাসপাতালে আনার পর পেটে শিশুগুলোর নড়াচড়া কম ছিল ও প্রসূতির প্রেসার বেশি ছিল। তাই দ্রুত সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি কন্যাশিশু ভূমিষ্ঠ হয়।

শিশুগুলোর পিতা আল আমিন মিয়া গণমাধ্যমকে বলেন, দীর্ঘ ১১ বছর হলো আমাদের বিয়ে হয়েছে। আগের দুই কন্যা ও নতুন করে আরও তিন কন্যা জন্ম হওয়ায় আমি অনেক খুশি।

আমারসংবাদ/এআই