Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

রুমায় বিপুল পরিমাণে চোলাই মদ জব্দ, আটক ৫

মংহাইথুই মারমা, রুমা (বান্দরবান) প্রতিনিধি

জুন ৪, ২০২১, ১০:৫৫ এএম


রুমায় বিপুল পরিমাণে চোলাই মদ জব্দ, আটক ৫

বান্দরবানের রুমা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চোলাই মদ জব্দ করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (৩ জুন) রাতে বাজার সংলগ্ন এলাকার আশ্রম পাড়ায় যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে ১২০০ লিটার চোলাই মদসহ মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রের ভিত্তিতে রাত ১১টায় পরিচালিত অভিযানে মদ তৈরির সাথে জড়িত ৫ জনকে আটক করা করেছে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন, কয়েকদিন ধরে রুমা বাজার মোদি দোকান থেকে প্রচুর পরিমাণে চিনি কিনতে থাকে মদ তৈরি ব্যক্তিরা। তারই পরিপ্রেক্ষিতে স্থানীয়রা জানান, করোনা ভাইরাসের কারণে স্কুল, কলেজ বন্ধ থাকার উদ্দীয়মান যুবকদের গ্রাস করেছে নিয়মিত মদের মাধ্যমে, এই মাদক অভিযান নিয়মিত অব্যাহত রেখে সচেতন অভিভাবকদের উদ্বিগ্ন চিন্তা থেকে মুক্ত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। 

আটককৃতরা হলো, আশ্রম পাড়ার মংখেঅং মারমা (৪০), চশৈ মারমা (২২), মংমংসিং মারমা (২৪), থোয়াইনুঅং মারমা (৩৩) এবং উবাথোয়াই মারমা (২৫)। তাদের সবাইকে রুমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিধিমালা ২০১৮ আইনে আটক রেখে ০৪/০৬/২০২১ তারিখ মামলা রুজু করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রুমা থানা অফিসার ইনচার্জ আবুল কাশেম।

দৈনিক আমার সংবাদকে তিনি আরও জানান, আজ শুক্রবার দুপুরে আটককৃতদের বান্দরবান সদর থানায় পাঠানো হয়েছে।

আমারসংবাদ/এমএস