Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

ফুলবাড়ীতে ট্রেনের টিকিট বিক্রিতে অনিয়ম

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

জুন ৭, ২০২১, ০৯:২০ এএম


 ফুলবাড়ীতে ট্রেনের টিকিট বিক্রিতে অনিয়ম

ফুলবাড়ী রেলস্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। ট্রেনের টিকেট এখন চোরাকারবারীদের হাতে। চড়া দামে বিক্রি হচ্ছে ট্রেনের টিকেট। কোভিড-১৯ করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে আন্তঃনগর ট্রেনগুলো বন্ধ ছিল। 

সরকারের নির্দেশনায় চলতি বছরের মে মাসে রেলওয়ে মন্ত্রী সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয় সে দিকে লক্ষ্য রেখে সীমিত আকারে ট্রেন চালু করেন। তবে বিধিমালা অনুযায়ী প্রত্যেক ট্রেন যাত্রীকে অনলাইনের মাধ্যমে রেলের টিকেট সংগ্রহ করার নির্দেশ দেন। 

সেই নির্দেশমালা উপেক্ষা করে দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনে এক শ্রেণির চোরাকারবারী অনলাইনের মাধ্যমে আন্তঃনগর ট্রেনের সমস্ত টিকেট একযোগে বের করে নিয়ে সেই টিকেট সাধারণ যাত্রীদের কাছে চড়াও দামে বিক্রি করছেন, এমন অভিযোগ যাত্রীদের। 

গেলো বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার চকচকা গ্রামের সবুজ নামে জনৈক ব্যক্তি ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের টিকেট চোরাকারবারীদের কাছে ৮ শত টাকায় কিনছেন। অথচ সেই টিকেটের দাম সরকারের রেট অনুযায়ী ৪২৫ টাকা।

সাধারণ যাত্রীরা অনলাইনে ঢুকে টিকেট কাটতে গেলে দেখা যায়, ফুলবাড়ী স্টেশনের নির্ধারিত সিটের টিকেট আগেভাগে চোরাকারবারীরা অনলাইনের মাধ্যমে কেটে রেখেছেন। আর সেই টিকেট পরবর্তীতে দালালদের মাধ্যমে চড়াও দামে বিক্রয় করছেন সাধারণ যাত্রীদের কাছে। যাত্রীরা ঢাকাগামী ট্রেনের অনলাইনে কাটতে গিয়ে কোন টিকেট পাচ্ছেন না। 

এ বিষয়ে ফুলবাড়ী রেলওয়ে স্টেশন মাষ্টার মোঃ রফিকুল ইসলাম চৌধুরীর সাথে কথা বললে তিনি জানান, ২৫ শতাংশ টিকেট কাউন্টার থেকে দেয়া হয়। আর ২৫ শতাংশ টিকেট অনলাইনের মাধ্যমে বিক্রয় করা হয়। 

অনলাইনের মাধ্যমে কারা এসব টিকেট সংগ্রহ করে চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে তা বুঝা মুশকিল। এক শ্রেণির লোকজন এ কাজে জড়িত থাকতে পারে। তবে কাউন্টার থেকে যেসব টিকেট আমরা সরাসরি রেলের যাত্রীদের কাছে বিক্রি করছি। তা সরকারের নির্ধারিত মূল্যের। 

নির্ধারিত মূল্যের বাহিরে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে অনলাইনে যারা আন্তঃনগর ট্রেনের টিকেট কালো বাজারে চড়া দামে যাত্রীদের কাছে বিক্রি করছে তা খতিয়ে দেখা হবে।   

আমারসংবাদ/এআই