Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

বকশীগঞ্জে পাট চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জুন ৯, ২০২১, ১১:১০ এএম


বকশীগঞ্জে পাট চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত

জামালপুরের বকশীগঞ্জে পাট অধিপ্তরের বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষিদের নিয়ে বুধবার (৯ জুন) দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

বকশীগঞ্জ উপজেলা পাট অফিসের উদ্যোগে সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, জামালপুর জেলা পাট কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা সাইফুল আজম খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনুপ সিংহ,  উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা একেএম কামরুজ্জামান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ১০০ জন পাট চাষিরা উপস্থিত ছিলেন। 

আমারসংবাদ/কেএস