Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

আজ থেকে রাজশাহীতে এক সপ্তাহের কঠোর লকডাউন

নিজস্ব প্রতিনিধি

জুন ১০, ২০২১, ০৬:০৫ পিএম


আজ থেকে রাজশাহীতে এক সপ্তাহের কঠোর লকডাউন

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় আজ শুক্রবার থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।  

বৃহস্পতিবার (১০ জুন) রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী সার্কিট হাউসে প্রশাসনের উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলনে লকডাউন এর ঘোষণা দেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির।

সভায় পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, নগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিলসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে রাজশাহী মহানগরীতে লকডাউনের কঠোর বিধিনিষেধ জারি করা হল। এতে শুক্রবার বিকেল ৫ টা থেকে ১৭ জুন পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় কঠোর লকডাউন কার্যকর হবে। সভায় জেলায় পরীক্ষার তুলনায় সনাক্তের হার ও মৃত্যু হার বিশ্লেষণ মূলে ধরা হয়।

বিভাগীয় কমিশনার জানান,  লকডাউনের সময় সব দোকানপাট ও যানচলাচল বন্ধ থাকবে। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ থেকে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। রাজশাহী থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যাবে না। তবে রোগী ও অন্য জরুরি সেবাদানকারীর ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না।

আমারসংবাদ/এআই