Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

মেলান্দহে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জুন ১২, ২০২১, ১০:৫৫ এএম


মেলান্দহে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১২ জুন) সকালে মামুদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মনোয়ারা বেগম (৪৫) উপজেলার আদবাড়িয়া গ্রামের মন্টু মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি মনোয়ারা বেগম ২০০৫ সালে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় তার বিরুদ্ধে এসিড নিক্ষেপের একটি মামলা হলে সে দীর্ঘদিন যাবত গ্রেপ্তার এড়িয়ে আত্মগোপন করে পালিয়ে থাকায় ও তার অনুপস্থিতিতে নারায়ণগঞ্জের বিচারকের আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন ও ২৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দীর্ঘদিন তিনি আত্মগোপনে থাকার পর তাহার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে মেলান্দহ থানা পুলিশ।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া আসামিকে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

আমারসংবাদ/এআই