Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

বান্দরবানে ডায়রিয়ায় ৬ জনের মৃত্যু, আক্রান্ত ২০০ জন

নিজস্ব প্রতিনিধি

জুন ১৫, ২০২১, ০১:৫০ পিএম


বান্দরবানে ডায়রিয়ায় ৬ জনের মৃত্যু, আক্রান্ত ২০০ জন

বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম কয়েকটি পাড়ায় ডায়রিয়ায় অন্তত ছয় জন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। এক সপ্তাহে ওই ইউনিয়নের বিভিন্ন পাড়ায় প্রায় ২০০ জন পানিবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছেন।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘কুরুপাতা ইউনিয়নে ডায়রিয়ায় আক্রান্তদের চিকিৎসায় তিনটি মেডিকেল টিম সেখানে কাজ করছে। কুরুকপাতা ইউনিয়নে এখন পর্যন্ত ছয় জনের মৃত্যুর তথ্য পেয়েছি।’

তবে কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো দুই জনসহ মোট আট জনের মৃত্যুর কথা জানিয়েছেন।

ইউপি চেয়ারম্যানের তথ্য অনুযায়ী মারা যাওয়ারা হলেন—পাইরিং ম্রো, সংফু ম্রো, মানডম ম্রো, রেংচং ম্রো, রামডন ম্রো, কাইথার ম্রো, তুমলত ম্রো, এবং জনরুং ত্রিপুরা, বলেন কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো। এদের মধ্যে পাইরিং ম্রোর বয়স ছয় বছর। অন্যদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে।

ক্রাতপুং ম্রো বলেন, মারা যাওয়ারা সবাই কুরুকপাতা ইউনিয়নের দুর্গম মাংরুম পাড়া, মেনিউ পাড়া এবং সোনাবি পাড়ার বাসিন্দা। এই পাড়াগুলোতে এক সপ্তাহে প্রায় দুইশ জন ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার তথ্য পেয়েছি। 

আমারসংবাদ/এআই