Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

করোনা সংক্রমণ বৃদ্ধি: দামুড়হুদায় ২৮ জুন পর্যন্ত লকডাউন

নিজস্ব প্রতিনিধি

জুন ১৬, ২০২১, ০৮:২০ এএম


করোনা সংক্রমণ বৃদ্ধি: দামুড়হুদায় ২৮ জুন পর্যন্ত লকডাউন

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ বৃদ্ধি পাওয়ায় চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই সপ্তাহের লকডাউন শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) সকাল থেকে শুরু হয়েছে। এই লকডাউন আগামী ২৮ জুন পর্যন্ত চলবে।

লকডাউনের প্রথম দিন ঢিলেঢালা ভাব থাকলেও প্রশাসনিকভাবে খুব কড়াকড়ি করা হয়নি। নির্দেশনা উপেক্ষা করে যারা ঘরের বাইরে এসেছিলেন তাদের সতর্ক করা হয়েছে।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ বাহিনীকে দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে লকডাউন সফলের চেষ্টা করতে দেখা যায়। এসময় অনেক যানবাহন থামিয়ে চালকে সতর্ক করে ফিরিয়ে দেন কর্মকর্তারা।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল গণমাধ্যমকে বলেন, দামুড়হুদা ভারত সীমান্তবর্তী একটি উপজেলা। সম্প্রতিক সময়ে এই উপজেলায় করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকে।

এ অবস্থায় সোমবার জরুরি বৈঠকের পর জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার পুরো দামুড়হুদা উপজেলা এলাকায় ১৪ দিনের লকডাউন ঘোষণা করেন।

ওই ঘোষণায় বলা হয়, সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলা এলাকায় কাঁচাবাজার খোলা থাকবে। কোনো যানবাহন উপজেলার বাইরে যেতে এবং উপজেলায় ঢুকতে পারবে না।

শপিং মল, মার্কেট বন্ধ থাকবে। খাবারের হোটেল খোলা থাকবে, তবে সেখানে বসে কেউ খেতে পারবেন না।

দর্শনা পৌরসভা এবং উপজেলার সব ইউনিয়ন লকডাউনের আওতায় রয়েছে।

আমারসংবাদ/এআই