Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

পাটগ্রামে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের দায়ে জরিমানা

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

জুন ১৭, ২০২১, ০৯:০০ এএম


পাটগ্রামে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের দায়ে জরিমানা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করার দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৮ টায় উপজেলার বুড়িমারী ইউনিয়নের নাটারবাড়ি এলাকায় বুড়িমারী- পাটগ্রাম আঞ্চলিক সড়কের পাশে ড্রেজার মেশিন (বোমা মেশিন) বসিয়ে বালু ও পাথর উত্তোলণ করতে থাকে। খবর পেয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান ও সহকারি কমিশনার (ভূমি) মো. রুবেল রানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। 

অভিযানের অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলণের দায়ে ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে ফিরোজকে (৩৫) একলাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় পাটগ্রাম থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতের সাথে ছিলেন। 

উপজেলা প্রশাসন জানায়, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ধরলা নদী ও বিভিন্ন স্থাপনার নিকটবর্তী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলণ করে আসছে। এতে করে জীব বৈচিত্র হুমকির মুখে পড়ছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা বলেন, 'রাস্তা ও বসতবাড়ির পাশে ড্রেজার মেশিন (বোমা মেশিন) দিয়ে বালু ও পাথর উত্তোলণের সময় ফিরোজ নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ধারা অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
 
পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, যারা অবৈধভাবে বালু, পাথর উত্তোলণ করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট ও জনসাধারণের ক্ষতি করে তাদেরকে প্রতিরোধে আমাদের অভিযান ধারাবাহিকভাবে চলবে।

আমারসংবাদ/এআই