Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন মৌলভীবাজার জেলা শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

মো: মাহবুবুর রহমান রাহেল, সিলেট

জুন ১৭, ২০২১, ০৪:৩০ পিএম


নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন মৌলভীবাজার জেলা শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

সোনার বাংলা গড়ার প্রত্যয়ে, জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ২০২০-২০২১ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কারে মৌলভীবাজার সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: জিয়া উদ্দিন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

জাতীয় শুদ্ধাচার কৌশল, কর্মপরিকল্পনার অন্তর্ভুক্ত ও শুদ্ধাচার চর্চার জন্য ২০২০-২০২১ অর্থ বছরে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭ এর আওতায় সড়ক বিভাগ সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহা ১৪৫১নং স্মারকে স্বাক্ষরিত অফিস আদেশে এ পরিপত্র জারি করা হয়।

মৌলভীবাজার সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: জিয়া উদ্দিন এর আগে আন্তরিকতা ও সততার সাথে বিআরটি প্রকল্পে দায়িত্ব পালন করেছেন।

গত ২৩ জুলাই ২০২০ইং সালে মৌলভীবাজার জেলার সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন।

তিনি জেলার সড়ক ভবনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের দক্ষতা ও সততার মধ্য দিয়ে অদ্যবধি কাজ করছেন। তারই ধারাবাহিকতায় সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আমারসংবাদ/এআই