Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

রাঙামাটিতে ঘর পাচ্ছেন আরো ৬২৩ গৃহহীন পরিবার

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

জুন ১৮, ২০২১, ১০:৪৫ এএম


 রাঙামাটিতে ঘর পাচ্ছেন আরো ৬২৩ গৃহহীন পরিবার

প্রধানমন্ত্রী কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্ধোধন উপলক্ষে রাঙামাটিতে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুন) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে রাঙামাটি জেলা প্রশাসন মো: মিজানুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিল্পী রানী রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মামুন মিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা সহ জেলার কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

সভায় জেলা প্রশাসক মো: মিজানুর রহমান জানান, সারাদেশের ন্যায় রাঙামাটি জেলার ১০ উপজেলায় ১ম পর্যায়ে ২৬৮টি গৃহ নির্মাণ সম্পন্ন করে উপকার ভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে। এইবার আগামী ২০ জুন ২য় পর্যায়ে নির্মিত ঘর ১০ উপজেলার সর্বমোট ৬২৩টি গৃহের নির্মাণ কাজ সম্পন্ন করে হস্তান্তরের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

আমারসংবাদ/কেএস