Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

দুমকিতে ভোট কেন্দ্রের বেহাল দশা 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

জুন ১৮, ২০২১, ১১:৩০ এএম


দুমকিতে ভোট কেন্দ্রের বেহাল দশা 

পটুয়াখালী দুমকির আংগারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের নির্বাচিত জলিশা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের মাঠে হাটু পানি ও ভবনের নির্মাণ সামগ্রীর স্তুপ থাকায় ভোট কেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের যাতায়ত বিঘ্নে আশংকা দেখা দিয়েছে।

শুক্রবার (১৮ জুন) সকালে সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নির্বাচিত ভোট কেন্দ্র জলিশা মাধ্যমিক বিদ্যালয় মাঠ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এছাড়া একটি ভবনের নির্মাণ সামগ্রী রাখায় জনচলাচলের পর্যাপ্ত যায়গার সংকট দেখা দিয়েছে। দু'প্রান্তের দু'কক্ষের দু'ভবন থাকলেও ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা কস্ট সাধ্য বটে। মাঠে নির্মাণ সামগ্রী ও পানিতে তলিয়ে থাকায় কোথাও দাঁড়ানোর যাওগা টুকুও নেই। 

এ অবস্থায় আগামী ২১জুন অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা ও সাধারণ ভোটারদের চরম ভোগান্তিত শিকার হতে হবে। এমন পরিস্থিতিতে ওই ইউনিয়নের প্রতিদ্বন্দিতাকারী চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা ওই ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। 

বেশীরভাগ প্রার্থী ও প্রশাসনের দৃষ্টিতে অতিঝূঁকিপূর্ণ ভোট কেন্দ্রের নিরাপত্তা প্রশ্নে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো: সুলতান আহম্মেদ হাওলাদার বলেন, পুরাতন স্কুল ভবন ভেঙ্গে তদস্থলে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। পুরোমাঠে নির্মাণ সামগ্রী ফেলে রাখায় জনচলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে কয়েকদিনের ভারি বৃষ্টিতে হাটু পানিতে তলিয়ে আছে। ওই কেন্দ্রে যাওয়ার একটি মাত্র রাস্তায় ওয়ার্ডের ভোটাররা দাঁড়াতেও পারবে না। ভোট কেন্দ্রে যাতায়তে সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনের স্বাভাবিক যাতায়ত বিঘ্নিত হবে। কোন ভাবেই এখানে ভোটকেন্দ্র থাকার যুক্তি নেই। কোন রকম অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী কিম্বা প্রশাসনের দ্রুত যাতায়ত বিঘ্নিত হবে। একই অভিযোগ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ শাহআলমের। 

তিনি বলেন, কেন্দ্রটি অতি পুরানো। স্কুলের মাঠ খুবই ছোট এবং নীচু হওয়ায় সবসময় মাঠে পানিতে তলিয়ে থাকে। কোন মানুষ মাঠে দাঁড়াতে পারবে না। এর মধ্যে নূতন ভবনের নির্মাণ সামগ্রী রাখায় সমস্য বেড়েছে। প্রশাসনের অতিদ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি করেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার শেখ আবদুল্লাহ সাদীদ বলেন, নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হওয়ায় ও পানি জমায় কিছুটা অসুবিধা আছে। তবে পাশ দিয়ে যাতায়তের পথ আছে। ভোটারদের স্বাভাবিক চলাচলে তেমন কোন অসুবিধা হবে না। 

আমারসংবাদ/কেএস