Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

ঝিনাইদহে ভূমি-গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন

কে এম সালেহ, ঝিনাইদহ: 

জুন ১৮, ২০২১, ১১:৪৫ এএম


ঝিনাইদহে ভূমি-গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন

মুজিববর্ষের উপহার ভূমিহীন-গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদানের ২য় পর্যায়ের কার্যক্রম আগামী ২০মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এ উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (১৮ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। এছাড়াও আরও  উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীন, প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

আগামী ২০ জুন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ঝিনাইদহ জেলার ১৮৬ জন উপকারভোগীকে ২য় পর্যায়ের জমির কবুলীয়াত ও ঘরের চাবি বুঝে দেবেন।

উল্লেখ্য, জানুয়ারি মাসে প্রথম পর্যায়ে ৪০৭ জন ভূমিহীন গৃহহীনের অনুকূলে গৃহ বরাদ্দ দেওয়া হয়েছিল। জেলায় সবমিলে মোট ৭০৫ জন এই সুবিধার আওতায় আসবে বলে জানান জেলা প্রশাসক।

আমারসংবাদ/এমএস