Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

বোয়ালখালীতে বিধিনিষেধ অমান্য করায় ২ কমিনিউটি সেন্টারকে জরিমানা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

জুন ১৮, ২০২১, ০৪:১০ পিএম


বোয়ালখালীতে বিধিনিষেধ অমান্য করায় ২ কমিনিউটি সেন্টারকে জরিমানা

সরকারী বিধিনিষেধ অমান্য করে বিয়ের আয়োজন করায় বোয়ালখালীতে ২ কমিউনিটি সেন্টারকে ৭ হাজার টাকা করে ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৮ জুন) দুপুরে এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার।

অভিযান সূত্রে জানা যায়, পোপাদিয়া ইউনিয়নের কানুনগো পাড়ার নন্দন পার্ক কমিউনিটি সেন্টার ও আমুচিয়া ইউনিয়নের তাজ পার্ক কমিউনিটি সেন্টারকে বিয়ে আয়োজন করায় প্রতিটিকে সাত হাজার টাকা করে জরিমানা করা হয়েছে ।
 
বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার বলেন, 'লকডাউন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করেছিল দু'টি কমিউনিটি সেন্টার। তাই মালিকপক্ষকে ৭ হাজার টাকা করে ১৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আমারসংবাদ/এআই