Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

নিজ জিম্মায় ছাড়া হলো আবু ত্ব-হা সহ সঙ্গীদের

নিজস্ব প্রতিবেদক

জুন ১৮, ২০২১, ০৬:৪০ পিএম


নিজ জিম্মায় ছাড়া হলো আবু ত্ব-হা সহ সঙ্গীদের

প্রায় এক সপ্তাহ ‘নিখোঁজ’ থাকার পর ফিরে আসা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তার দুই সঙ্গীকে জবানবন্দি দেয়ার পর নিজ জিম্মায় ছেড়ে দিয়েছেন আদালত।

শুক্রবার (১৮ জুন) রাত পৌনে ১২টায় এ আদেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাফিজ উদ্দিন।

এর আগে শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে নয়টার দিকে তাদের কে এম হাফিজুর রহমানের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়।

গত ১০ জুন রাত থেকে কোনো খোঁজ মিলছিল না আবু ত্ব-হা এবং তার সঙ্গী আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ এবং গাড়িচালক আমির উদ্দিনের।

সেদিন বিকেল ৪টার দিকে ওই তিনজনসহ আবু ত্ব-হা রংপুর থেকে ভাড়া করা এক গাড়িতে ঢাকার পথে রওনা দেন। রাত আড়াইটার দিকে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে তার কথাও হয়। কিন্তু তারপর থেকে তার ফোন বন্ধ পাওয়ার কথা বলেছিলেন তার স্ত্রী।

বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ১১ জুন বিকেলে রংপুর কোতোয়ালি থানায় জিডি করেন ত্ব-হার মা আজেদা বেগম।

ত্ব-হার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহারও ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ সদর দপ্তর, র‌্যাব সদর দপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরতে থাকেন স্বামীর খোঁজে।

শুক্রবার দুপুরে রংপুর মহানগরীর মাস্টার পাড়া এলাকায় প্রথম স্ত্রী হাবিবা নূরের বাবার বাড়িতে উপস্থিত হন ত্ব-হা। পরে বেলা পৌনে ৩টার দিকে তাকে রংপুর কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। সেখান থেকে তাকে নেয়া হয় ডিবি কার্যালয়ে।

ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে উপ-কমিশনার আবু মারুফ হোসেন জানান, ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় আবু ত্ব-হা তার সঙ্গীদের নিয়ে গাইবান্ধায় আত্মগোপনে ছিলেন।

আমারসংবাদ/এআই