Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

আতঙ্কে ভোটাররা, সুষ্ঠু ভোটের দাবি

জিএম মুছা, আমতলী

জুন ২০, ২০২১, ০৯:৫০ এএম


আতঙ্কে ভোটাররা, সুষ্ঠু ভোটের দাবি

বরগুনায় আমতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সোমবার (২১ জুন) প্রার্থীদের প্রচার প্রচারণা শনিবার (১৯ জুন) মধ্যরাতে শেষ হয়েছে। ছয়টি ইউনিয়নের এক লক্ষ ২৪ হাজার ৫'শ ৩৭ ভোটার ৫৫ টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে চাওড়া ইউনিয়নের ১৭ হাজার ২'শ ২৪ ভোটার ইভিএম পদ্ধতিতে ভোট দিবেন। 

ভোট নিয়ে ভোটারদের মাঝে আনন্দ থাকলেও আতঙ্কও রয়েছে। ভোটাররা প্রশাসনের কাছে সুষ্ঠু ভোটের দাবি জানিয়েছেন।

জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়নের নির্বাচন সোমবার। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫০, সংরক্ষিত নারী সদস্য পদে ৮৩ ও সাধারণ সদস্য পদে ২২২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ছয়টি ইউনিয়নের এক লক্ষ ২৪ হাজার ৫'শ ৩৭ ভোটার ৫৫ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে চাওড়া ইউনিয়নের ১৭ হাজার ২'শ ২৪ ভোটার ইভিএম পদ্ধতিতে ভোট দিবেন। 

প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ। প্রচারণা শেষ হলেও প্রশাসনকে এড়িয়ে প্রার্থীদের কালো টাকা ছড়ানোর অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে প্রার্থীরা বহিরাগত সন্ত্রাসী এনে অস্ত্র প্রদর্শন করে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। অস্ত্র ও সন্ত্রাসীদের আতঙ্কে ভোটাররা। বেশী আতঙ্কে রয়েছেন নারী ভোটাররা। ভোটাররা সুষ্ঠু ভোটদানে প্রশাসনের সহযোগীতা দাবি করেছেন। 

আঠারোগাছিয়া ইউনিয়নের নারী ভোটার জয়নব বিবি, আছিয়া, শাহনারা, সাফিয়া ও হাওয়া বেগম বলেন, ভোট দেয়ার ইচ্ছা আছে। কিন্তু ভোট দিতে পারবো কিনা সেই সঙ্কায় আছি? প্রশাসনের কাছে সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দাবি করছি।

গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের ভোটার জয়নুল আবেদীন, ফারুক, সোবাহান ও সুলতান বলেন, প্রার্থীরা যেভাবে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে তাতে ভোট দিয়ে কি করি? কখন কি হয় আল্লায়ই জানে? তারা আরো বলেন, এমন সব লোকজন আসছে যাদের আমরা কখনই দেখি নাই। 

আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে নাশির, শাহজাহান, জাহাঙ্গির ও বাদল বলেন, অপরিচিত লোকজন প্রকাশ্যে অস্ত্র নিয়ে এসে ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করছে। প্রশাসন জেনেও কিছু বলছে না।

আমতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন। ভোট কেন্দ্রে নির্বাচনী আসবাবপত্র পাঠানো হয়েছে। 

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃংখলা বাহিনীর সদা প্রস্তুত রয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনে কোন ছাড় দেয়া হবে না। 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, শান্তিপূর্ণ নির্বাচনে ছয়টি ইউনিয়নে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিন প্লাটন বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার ভিডিপি মোতায়েন থাকবে। 

তিনি আরো বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সকল পদক্ষেপ নেয়া হবে।

আমারসংবাদ/কেএস