Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

লোহাগড়ায় আইন অমান্য করায় জরিমানা 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

জুন ২১, ২০২১, ১১:৫০ এএম


লোহাগড়ায় আইন অমান্য করায় জরিমানা 

নড়াইলের লোহাগড়ায় লকডাউন আইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত ৯ জনের কাছ থেকে তিন হাজার ছয়শত টাকা জরিমানা আদায় করেছে। 

সূত্র জানায়, লোহাগড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সোমবার (২১ জুন) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন। 

এ সময় সহকারী কমিশনার (ভূমি) রাখী ব্যানার্জী, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন, লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হাসান শিমুল, সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান, উপদেষ্টা সভাপতি সরদার রইচ উদ্দিন টিপু উপস্থিত ছিলেন।  

লোহাগড়ায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সকলকে বিনা প্রয়োজনে বাজারে না আসার পরামর্শ দেন আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন। 

তিনি জানান, মুখে মাস্ক পরিধান না করাসহ লকডাউন আইন অমান্য করায় জরিমানা আদায় করা হয়েছে। 

উল্লেখ্য, করোনারোধে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন ও সহকারী কমিশনার (ভূমি) রাখী ব্যানার্জী বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের মধ্যে প্রায় প্রতিদিনই বিনামূল্যে মাস্ক বিতরণ করছেন। 

আমারসংবাদ/কেএস