Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪,

কালিহাতীতে সরকারি রাস্তা দখলের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি

জুন ২১, ২০২১, ১২:৫৫ পিএম


 কালিহাতীতে সরকারি রাস্তা দখলের অভিযোগ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের সিঙ্গাইর মৌজায় সরকারি খাল ভরাট করে এলাকাবাসীর চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণ করা হয়। ওই রাস্তাটি স্থানীয় প্রভাবশালীরা দখল করে রাখায় এলাকাবাসী চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। 

রাস্তাটি দখল মুক্ত করতে সোমবার (২১ জুন) কালিজাতী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত আবেদন করেছে স্থানীয়রা।

লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার সিঙ্গাইর মৌজার সাবেক ৪২৮নং দাগের একটি খাল। বর্তমানে ১নং খতিয়ানভুক্ত ৭৫১নং হাল দাগে রাস্তার শ্রেনী ০.২০ একর জমি। স্থানীয় আ. কাদের, ইসমাইল হোসেন, মো. ঠান্ডু মিয়া, মো. ইয়াসিন অবৈধ্যভাবে দখল করে রেখেছে। এতে এলাকাবাসীর চলাচল করতে সমস্যা হচ্ছে। 

এ ব্যাপারে অভিযুক্ত আ. কাদের জানান, রাস্তাটি চারিদিক থেকে দখল হয়ে যাচ্ছে। তিনিও চান রাস্তাটি দখল মুক্ত হোক।

এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কামরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আমারসংবাদ/কেএস