Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

পিরোজপুরে ইউপি নির্বাচনে নৌকা ১৮ ও স্বতন্ত্র ১১

পিরোজপুর প্রতিনিধি

জুন ২২, ২০২১, ০৯:৪৫ এএম


পিরোজপুরে ইউপি নির্বাচনে নৌকা ১৮ ও স্বতন্ত্র ১১

বড় ধরনের কোন সহিংস ঘটনা ছাড়া পিরোজপুরে ৩২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুন) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে মহিলা ভোটারের উপস্থিতি চোখে পরার মত। 

নির্বাচনে ১৮টি নৌকা, ১১টি স্বতন্ত্র ও ৩টি ইউনিয়নে সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিলো, বড় ধরনের কোন সহিংসতার ঘটনা ঘটেনি, প্রশাসনের কঠোরতা ছিলো লক্ষণীয় তবে করোনাকালীন সময়ে ভোটারদের সচেতনতার অভাব দেখা গেছে।

পিরোজপুর সদর:-কদমতলা ইউনিয়ন: শেখ মোহাম্মদ শিহাব হোসেন। সতন্ত্র (আনারস) এখানে নিকটতম নৌকা প্রার্থী হানিফ খান।
কলাখালী ইউনয়ন: হেদায়েতুল ইসলাম কিরন। স্বতন্ত্র (আনারস) নিকটতম নৌকা প্রার্থী শারিকতলা ইউনিয়ন: আজমীর মাঝি। (নৌকা) টোনা ইউনিয়ন: মোহাম্মদ ইমরান হোসেন। (নৌকা) স্বরূপকাঠী উপজেলা:-স্বরূপকাঠী সদর ইউনিয়ন: নৌকা আল-আমিন পারভেজবলদিয়া ইউনিয়ন: নৌকা- সাইদুর রহমান।

সোহাগদল ইউনিয়ন:- নৌকা আব্দুর রশিদ আটঘর কুড়িয়ানা ইউনিয়ন:- আনারস- মিঠুন হাওলাদার, নিকটতম নৌকা শেখর সিকদারজলাবাড়ি ইউনিয়ন:- আনারস তৌহিদুল ইসলাম, নিকটতম নৌকা আশিস বড়াল দৈহারী ইউনিয়ন:- আনারস- জাহারুল ইসলাম- নিকটতম নৌকা- প্রগতী মন্ডল।
গুয়ারেখা ইউনিয়ন:- চশমা আব্দুর রব সিকদার- নিকটতম নৌকা সুব্রত ঠাকুর সমদেকাঠী ইউনিয়ন: নৌকা হুমায়ুন কবির ব্যাপারী সুটিয়াকাঠী ইউনিয়ন: নৌকা- রুহুল আমিন আসীম আকন, নিকটতম আনারস খোকন ব্যাপারী।

সারেংকাঠী ইউনিয়ন: নৌকা নজরুল ইসলাম নিকটতম আনারস- সায়েম আহমেদ নাজিরপুর উপজেলা:- নাজিরপুর সদর ইউনিয়ন: মোশাররফের হোসেন খান- নৌকা।
মাটিভাঙ্গা ইউনিয়ন: বিদ্রোহী মোঃ জাহিদুল ইসলাম বিলু।
মালিখালী ইউনিয়ন: স্বতন্ত্র মোঃ রুহুল আমিন দাড়িয়া বাবলু।
শেখমাটিয়া ইউনিয়ন: নৌকা আতিয়ার রহমান নান্নু।
কাউখালী উপজেলা: কাউখালী সদর ইউনিয়ন: মোঃ মোস্তাফিজুর রহমান (চশমা) আমড়াজুড়ি ইউনিয়ন: মোঃ জাহাঙ্গীর হোসেন মুন্সী (নৌকা) ইন্দুরকানী উপজেলা:-বালিপাড়া ইউনিয়ন: মোঃ কবির হোসেন বয়াতি (নৌকা)।
ভান্ডারিয়া উপজেলা:-ধাওয়া ইউনিয়ন:- সিদ্দিকুর রহমান টুলু আনোয়ার হোসন মঞ্জু’র জেপি সমর্থিত সাইকেল প্রতীক।

নদমুলা মিয়ালকাঠী ইউনিয়ন: মেজবাহ উদ্দিন আরিফ (বাই সাইকেল প্রতীক) গৌরিপুর ইউনিয়ন: মজিবুর রহমান চৌধুরী (সাইকেল প্রতীক) ভিটাবাড়িয়া ইউনিয়ন: এনামুল করিম পান্না (নৌকা প্রতীক) তেলিখালী ইউনিয়নে আ’লীগ সমর্থিত মোঃ শামসুল হক বিনা প্রাতদদ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মঠবাড়িয়া উপজেলা:-এর মধ্যে তুষখালী ইউনিয়ন: মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার (নৌকা) প্রতীক  মিরখালী ইউনিয়ন: আবু হানিফ খান (বিদ্রোহী প্রার্থী), বেতমোড় ইউনিয়ন: দেলোয়ার হোসেন আকন (নৌকা প্রতীক), আমড়াগাছিয়া ইউনিয়ন: শারমিন জাহান (নৌকা প্রতীক) সাপলেজা ইউনিয়ন: মিরাজ মিয়া (নৌকা প্রতীক) গুলিশাখালী ইউনিয়ন: রিয়াজুল ইসলাম ঝনো (নৌকা প্রতীক) নিয়ে নির্বাচিত হয়েছেন।

আমারসংবাদ/কেএস