Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

নেছারাবাদে নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে প্রশাসনের পথসভা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

জুন ২৫, ২০২১, ১১:১৫ এএম


নেছারাবাদে নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে প্রশাসনের পথসভা

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠির) গুয়ারেখা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতা থামাতে বিভিন্ন স্থানে পথসভা করেছেন উপজেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা।

শুক্রবার (২৫ জুন) সকাল থেকে ইউএনও মো. মোশারেফ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বশীর গাজী, ওসি আবীর মোহাম্মদ হোসেন গুয়ারেখা ইউনিয়নের এগার গ্রাম, বিশাল, তিনগ্রাম, ভরতকাঠি এলাকায় পথ সভা করে সকলকে শান্ত থেকে আইন শৃঙ্খলা বজায় রাখতে আহ্বান জানান।

এসময় বর্তমান চেয়ারম্যান সুব্রতকুমার ঠাকুর ও নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদারও বক্তৃতা করে তাদের কর্মী সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান। 

প্রসঙ্গত, নির্বাচনের আগে পরে বিভিন্ন স্থানে কয়েকটি ঘটনার প্রেক্ষিতে ওই পথসভা অনুষ্ঠিত হয়।

আমারসংবাদ/এমএস