Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

মেহেরপুরে করোনায় আরও ২ জনের মৃত্যু 

মেহেরপুর প্রতিনিধি 

জুন ২৫, ২০২১, ০১:৫৫ পিএম


মেহেরপুরে করোনায় আরও ২ জনের মৃত্যু 

মেহেরপুরে করোনা সংক্রমণে আরো ২ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। যাদের মৃত্যু হয়েছে তারা দুজনেই নারী। 

শুক্রবার (২৫ জুন) সকালে কোহিনুর বেগম (৫৫) ও জাহানারা বেগম (৬৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। কোহিনুর বেগম গাংনী পৌরসভার শিশিরপাড়া গ্রামের মোর্শেদ আলীর স্ত্রী ও জাহানারা বেগম বাঁশবাড়ীয়া গ্রামের হায়দার আলীর স্ত্রী। এ নিয়ে মেহেরপুর জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪০ জন।

মেহেরপুর সিভিল সার্জন সুত্রে জানা গেছে, শুক্রবারের পরীক্ষায় ২৪ জনে ১৬ জন পজিটিভ। বতর্মানে পজিটিভ রোগীর সংখ্যা ৩৯৪ জন। প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। এখনই কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

জেলা ঘুরে খোঁজ নিয়ে জানা গেছে,  প্রতিদিনই গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে করোনা আক্রান্ত হচ্ছে। তবে পরীক্ষা করাচ্ছেন না অনেকে। স্বজনরা শেষ মুহূর্তে ক্লিনিক থেকে হাসপাতালে দৌড়াদৌড়ি করছে। আবার আক্রান্ত অনেকে গোপন করছেন প্রকৃত তথ্য। এছাড়া আক্রান্তদের বেশিরভাগ অবাধে ঘোরাঘুরি করার অভিযোগ রয়েছে। ফলে করোনা সংক্রমণ আরও বৃদ্ধির আশংকা করছে স্বাস্থ্য বিভাগ।

এদিকে গেল দুই সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক মানুষের শরীরে করোনা উপসর্গের দেখা দিয়েছে। পর্যাপ্ত লোকবলের অভাবে সবাইকে পরীক্ষার আওতায় আনা সম্ভব হচ্ছে না। এদের বেশিভাগই করোনা আক্রান্ত বলে ধারণা করছে স্বাস্থ্য বিভাগ।

আমারসংবাদ/কেএস