Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন আগা খান মিন্টু ও আবুল হাশেম খান

নিজস্ব প্রতিবেদক

জুন ২৫, ২০২১, ০৬:৫০ পিএম


বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন আগা খান মিন্টু ও আবুল হাশেম খান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগা খান মিন্টু ও অ্যাডভোকেট আবুল হাশেম খান। এর মধ্যে অ্যাডভোকেট আবুল হাশেম খান নির্বাচিত হয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে। আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগা খান মিন্টু নির্বাচিত হয়েছেন ঢাকা-১৪ আসন থেকে।  

শুক্রবার (২৫ জুন) জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান গণমাধ্যমকে জানান, গত ২০ জুন জাতীয় পার্টির মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন তার প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করেন। ২৩ জুন ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। পরে ওই আসনে আবুল হাশেম খান একক প্রার্থী ছিলেন।

বৃহস্পতিবার (২৪ জুন) প্রতীক বরাদ্দের দিন নৌকার প্রার্থী হাশেম খাঁনকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আওয়ামী লীগের প্রার্থী হাশেম খাঁনকে চিঠির মাধ্যমে জয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, গেলো ১৪ এপ্রিল কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এর মৃত্যু হয়। এর ফলে ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এদিকে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগা খান মিন্টুকে ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার রিটার্নিং অফিসার ঢাকা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার এক গণ-বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।

আমারসংবাদ/এআই