Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

শ্রীবরদীতে জিংক সমৃদ্ধ ধান বীজ বিতরণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

জুন ২৭, ২০২১, ১১:২০ এএম


শ্রীবরদীতে জিংক সমৃদ্ধ ধান বীজ বিতরণ

শেরপুরের শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭২ ও বিনা ধান-২০ এর বীজ বিতরণ করা হয়েছে। 

রোববার (২৭ জুন) সকালে বিংস প্রকল্পের আয়োজনে আইএফপিআরআই-হারভেস্টপ্লাসের বাস্তবায়নে উপজেলার তাতিহাটি ইউনিয়নের ছনকান্দা গ্রামে কৃষকদের নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

তাতিহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-হারভেস্ট প্লাস বাংলাদেশ বিংস প্রকল্পের প্রজেক্ট অফিসার মানিক দেবনাথ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাসান বিন্নাদ শহীদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফা সুলতানা বিউটি। 

এসময় উপস্থিত ছিলেন-বিংস প্রকল্পের সিইএস হুমায়ুন কবির, সাইফ ইসলাম, সাংবাদিক ফরিদ আহম্মেদ রুবেল প্রমুখ। উল্লেখ্য তাতিহাটি ইউনিয়নে একশত জন কৃষকের মাঝে ৪ কেজি করে জিংক সমৃদ্ধ ধান বীজ বিতরণ করা হবে। 

এছাড়াও শ্রীবরদী উপজেলায় পর্যায়ক্রমে এক হাজার কৃষকের মাঝে জিংক ধান বীজ বিতরণ করা হবে।

আমারসংবাদ/এআই