Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

সিলেটে একদিনে রেকর্ড ২৩৪ জন শনাক্ত 

সিলেট ব্যুরো

জুন ২৮, ২০২১, ০৭:৪৫ এএম


 সিলেটে একদিনে রেকর্ড ২৩৪ জন শনাক্ত 

সিলেটে অতিমারি করোনাভাইরাসের সংক্রমণ গেল কদিন ধরে বৃদ্ধি পেয়েছে। সাপ্তাহ দিন ধরে শনাক্তের সংখ্যা শতকের ঘর পাড়ি দিয়েছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় বিভাগে রেকর্ড ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে স্বস্তির খবর হলো এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

নতুন শনাক্তদের মধ্যে ১৫৩ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জের ৯ জন, হবিগঞ্জের ২৫ জন এবং মৌলভীবাজারের ৪৭ জন রয়েছেন।

সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ২৬২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ৭৭৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯৫২ জন, হবিগঞ্জে ২ হাজার ৬৬৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৯২৫ জন রয়েছেন।

এতে আরও বলা হয়, এদিন বিভাগে ১০৯ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ২৩ হাজার ৩৮২ জন রোগী সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত মোট মারা গেছেন ৪৬৭ জন।

আর সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৪৭ জন।

আমারসংবাদ/কেএস