Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

বিয়ানীবাজার পৌরসভার ৪৮ কোটি টাকার বাজেট ঘোষণা

বিয়ানীবাজার প্রতিনিধি

জুন ৩০, ২০২১, ১২:০৫ পিএম


বিয়ানীবাজার পৌরসভার ৪৮ কোটি টাকার বাজেট ঘোষণা

সিলেটের বিয়ানীবাজার পৌরসভার ২০২১-২২ অর্থবছরে নির্বাচনী পরিষদের পঞ্চম ও শেষ বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩০ জুন) দুপুরে পৌরসভা মিলনায়তনে ৪৭ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. আব্দুস শুকুর, যা চলতি অর্থবছরের চেয়ে ৮৫ লক্ষ টাকা বেশি। 

পৌরসভার প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৪৭ লক্ষ ৭৫ হাজার টাকা। বাজেটে রাজস্ব আয় ৪ কোটি ৩৫ লক্ষ ২৫ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ৪ কোটি ১০ লক্ষ ১০ হাজার টাকা। 

২০২১-২২ অর্থবছরে উন্নয়ন আয় ধরা হয়েছে ৪৩ কোটি ৩৯ লক্ষ ২৮ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৩৭ লক্ষ ৬৫ হাজার টাকা। বাজেটে সার্বিক উদ্ধৃত ধরা হয়েছে ২৬ লক্ষ ৭৮ হাজার টাকা।

পৌর কর্মকর্তা দিবাকর দে'র পরিচালনায় পৌর মেয়র মো. আব্দুস শুকুর এর সভাপতিত্বে বাজেট অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। 

বিশেষ অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী সামছুল হক, সাধারণ সম্পাদক এবাদ আহমদ, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মোঃ জয়নুল ইসলাম, সাংবাদিক শাহীন আলম হৃদয়, আহমেদ ফয়সল ও মুকিত মুহাম্মদ। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-পৌরসভার প্যানেল মেয়র-২ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র-১ সাইফুল আলম ঝুনু, কাউন্সিলর সাব উদ্দিন, মিসবা উদ্দিন, আব্দুল কাইয়ুম, আব্দুর রহমান আফজল, পৌরসভার সচিব নিকুঞ্জ ব্যানার্জী, পৌর কর্মকর্তা হিরণ রোহী দাসসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

এছাড়া অনুষ্ঠানে বিয়ানীবাজারে কর্মরত পিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আমারসংবাদ/এআই