Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

নেছারাবাদে লকডাউন কার্যকরে কঠোর প্রশাসন, জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

জুলাই ১, ২০২১, ১২:২০ পিএম


নেছারাবাদে লকডাউন কার্যকরে কঠোর প্রশাসন, জরিমানা

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠিতে) লকডাউনের বিধি নিষেধ কার্যকর করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চালানো হয়েছে। 

বৃস্পতিবার (১ জুলাই) সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনা এবং ওসি আবীর মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পৌরশহরের জগন্নাথকাঠি বন্দর, জগৎপট্টি বন্দর, মাহামুদকাঠি ও কুড়িয়ানা বাজার এলাকায় এবং সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজী ও ইন্সপেক্টর তদন্তের নেতৃত্বে ইন্দুরহাট, মিয়ারহাট ও ডুবির বাজারে অভিযান করেন। 

এ সময় ইউএনও সহকারী কমিশনারের নেতৃত্বে মোবাইল কোর্টে মোট ১৫টি মামলা হয়েছে ওই মামলায় মোট জরিমানা করা হয়েছে ১৭ হাজার ২০০ টাকা। উপজেলার সবগুলো প্রবেশ দ্বারে পুলিশের চেকপোষ্ট বসানো হয়েছে। গণপরিবহন চলাচল বন্ধ করা স্বাস্থ্য সচেতনা নিশ্চিত করতে মাইকিং করা হয়। ইউএনও মো. মোশারেফ হোসেন জানান লকডাউনের বিধি নিষেধ না মানলে কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। 

আমারসংবাদ/কেএস