Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

লকডাউনে দিরাইয়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

জুলাই ১, ২০২১, ০২:১৫ পিএম


লকডাউনে দিরাইয়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউন বাস্তবায়নে দিরাইয়ে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ১টায় দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন দিরাই বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

এ সময় মাছ ধরার অবৈদ সরঞ্জাম ছাই জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এবং লকডাউনে দোকান খোলা রাখায় ৩টি দোকানে ৪ হাজর টাকা ও দুজন পথচারীর মাস্ক না থাকায় ২শত টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় কয়েকজনকে মাস্ক দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন বলেন, লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আমারসংবাদ/কেএস