Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

রাঙ্গামাটিতে লকডাউনের তৃতীয় দিনে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

রাঙ্গামাটি প্রতিনিধি

জুলাই ৩, ২০২১, ০৯:২০ এএম


 রাঙ্গামাটিতে লকডাউনের তৃতীয় দিনে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

সরকারের লকডাউন কার্যকর করতে তৃতীয় দিনে রাঙ্গামাটি জেলা প্রশাসনকে সহায়তা করতে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। 

এসময় তারা বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসিয়ে অকারণে যারা ঘোরাঘুরি করছে, তাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। 

শনিবার (৩ জুন) সকাল থেকে কঠোর অবস্থানে রাঙ্গামাটি জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিষ্ট্রেটরা একাধিক মোবাইল টিম শহরের বিভিন্ন অলি গলিতে কাজ করছে। 

রিকশা বিহীন রাঙ্গামাটি শহরে অটোরিক্সা বন্ধ থাকায় কার্যত সরকারের বিধি নিষেধ সফলভাবে পালিত হচ্ছে। 

রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর বেশ কয়েকটি মোবাইল টিম শহরের বিভিন্ন পয়েন্টে কাজ করতে দেখা গেছে। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি আগের তুলনায় অনেক কম।

এদিকে, সাপ্তাহিক বাজার থাকায় সকাল থেকে মাঠে রয়েছে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। তিনি  রিজার্ভ  বাজার, বনরুপা, তবলছড়িসহ  শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করেন। 

এসময় তিনি বাজারে যারা এসেছেন তাদের মাস্ক ব্যবহারের অনুরোধ জানান এবং স্বাস্থ্যবিধি মেনে ও প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ প্রদান করেন।

আমারসংবাদ/এআই