Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪,

৩৩৩-এ কল পেয়ে খাবার পৌঁছে দিলেন টুঙ্গিপাড়ার এসিল্যান্ড

বাইজীদ হোসেন, টুঙ্গিপাড়া

জুলাই ৫, ২০২১, ০২:৩৫ পিএম


৩৩৩-এ কল পেয়ে খাবার পৌঁছে দিলেন টুঙ্গিপাড়ার এসিল্যান্ড

জাতীয় জরুরি সেবা '৩৩৩' এ কল করে খাদ্যসহায়তা পেলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের শিল্পী বেগম।

সোমবার (৫ জুলাই) বিকেলে খবর পেয়ে কুশলী ইউপি চেয়ারম্যানের মাধ্যমে যাচাই বাছাই শেষে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম শিল্পী বেগমের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, আধা কেজি করে চিনি ও লবণ। 

এ সময় এসিল্যান্ড দিদারুল ইসলাম জানান, দুপুরে ৩৩৩ এ শিল্পী বেগমের কল পেয়ে উপজেলা নির্বাহি অফিসার একেএম হেদায়েতুল ইসলাম স্যারের নির্দেশনায় তার বাড়িতে গিয়ে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের '৩৩৩' হটলাইনে যারা খাদ্য সহায়তা চেয়ে ফোন করবেন তা যাচাই-বাচাই করে প্রকৃত কর্মহীনদের ঘরে ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে।

খাদ্যসামগ্রী পেয়ে শিল্পী বেগম প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আমারসংবাদ/কেএস