Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

কলাপাড়ায় বছরব্যাপী তরমুজ উৎপাদনের কৃষক প্রশিক্ষণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 

জুলাই ৬, ২০২১, ১০:৪৫ এএম


কলাপাড়ায় বছরব্যাপী তরমুজ উৎপাদনের কৃষক প্রশিক্ষণ

পটুয়াখালীর কলাপাড়ায় বছরব্যাপী বারি উদ্ভাবিত তরমুজ উৎপাদনের আধুনিক কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষনা কেন্দ্র লেবুখালী, পটুয়াখালীর আয়োজনে মঙ্গলবার সকালে নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

কৃষক প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র লেবুখালী, পটুয়াখালীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ ইদ্রিছ আলী হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আব্দুল মান্নান। 

এছাড়া বক্তব্য রাখেন, বৈজ্ঞানিক কর্মকর্তা ইফতেখার মাহমুদ, বৈজ্ঞানিক কর্মকর্তা  রেজাউল করিম, কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল আল মামুন, সাংবাদিক আব্দুস সালাম আরিফ, কৃষক জাকির হোসেন, ওমর ফারুক প্রমূখ।

আমারসংবাদ/কেএস