Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

হরিণাকুণ্ডুতে জেল, জরিমানা 

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি 

জুলাই ৮, ২০২১, ০১:৪০ পিএম


হরিণাকুণ্ডুতে জেল, জরিমানা 

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে করোনাকালীণ লকডাউন কার্যকরে জনসচেতনায় ভ্রাম্যমান আদালতে এক ব্যবসায়ীকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড, ১২টি মামলা দায়ের সহ নগদ ১১হাজার টাকা জরিমানা আদায় করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে সেনাবাহিনীর সহযোগিতায় বিরহামপূর মোড়ে একাধিকবার সতর্ক্য করার পরও বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় মহত আলীর ছেলে জামাল উদ্দীনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি।

এছাড়াও হরিণাকুণ্ডু বাজার,ভবানীপূর বাজার পান হাট,কুলবাড়িয়া বাজার, শ্রীপূর, ধুলীয়া, নারায়নকান্দী বাজার, গুপিনাথপূর, খলিশাকুণ্ডু, চটকাবাড়ীয়া, সাতব্রীজ বাজারে করোনাকালীণ চলমান লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করে মাস্ক পরিধান না করা, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমান আদায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দা নাফিস সুলতানা।

এ সময় নির্বাহী অফিসারের অফিস সহকারী আসাদুল ইসলাম, প্রোসেস সার্ভার মঞ্জু মিয়া উপস্থিত ছিলেন।

আমারসংবাদ/কেএস