Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

দুপচাঁচিয়ায় পশুর হাট ভেঙে দিলো প্রশাসন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

জুলাই ১০, ২০২১, ১২:৫০ পিএম


দুপচাঁচিয়ায় পশুর হাট ভেঙে দিলো প্রশাসন

সরকারি আদেশ অমান্য করে লোক সমাগম করে বগুড়ার দুপচাঁচিয়ায় চৌমুহনী বাজারে শুক্রবার (৯ জুলাই) বিকালে পশুর হাটের আয়োজন করায় তা ভেঙে দিয়েছেন উপজেলা প্রশাসন।

কঠোর লকডাউনে স্বাস্থবিধি উপেক্ষা করে কোরবানিকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারেও উপজেলার চৌমুহনী বাজারে পশুর হাট বসে। 

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মোহম্মাদ হাসনাত বিজিবি ও পুলিশ নিয়ে হাঠে উপস্থিত হয়ে পশুর হাট ভেঙে দেন। বিজিবি ও পুলিশের উপস্থিতি টের পেয়ে অনান্য হাটুরীরাও ছত্রভঙ্গ হয়ে যায়। অল্প সময়ের মধ্যে হাট ফাঁকা হয়ে যায়। 

এ বিষয়ে হাট ইজারাদার বাপ্পি হাসান জানান, স্বাস্থ্যবিধি মেনেই পশুর হাট বসিয়েছিলেন, প্রশাসন না চাইলে করার কিছু নেই। 

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মোহম্মাদ হাসনাত জানান, কঠোর লকডাউনে জনসমাগম নিষিদ্ধ তাই স্বাস্থ্যবিধি না মেনে পশুর হাট বসানোর জন্য তা ভেঙে দেওয়া হয়েছে। 

একই সাথে তিনি স্বাস্থ্যবিধি না মানায় পথচারী, মটরসাইকেল আরোহী ও গরু বিক্রেতার কাছ থেকে ১ হাজার ৫’শ ৫০ টাকা জরিমানা আদায় করেন। 

আমারসংবাদ/এআই