Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

জলঢাকায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পেলেন ক্ষতিগ্রস্তরা

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

জুলাই ১১, ২০২১, ০১:২৫ পিএম


জলঢাকায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পেলেন ক্ষতিগ্রস্তরা

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দুস্থ্যদের মাঝে নীলফামারীর জলঢাকায় প্রধানমন্ত্রীর দেওয়া শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। 

এ উপলক্ষে রোববার (১১ জুলাই) দুপুরে উপজেলার ধর্মপাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুই’শ জন অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে পরিবার প্রতি ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, আধা কেজি লবণ ও ১ কেজি আম বিতরণ করেন ইউ’পি চেয়ারম্যান জামিনুর রহমান। এর আগে পর্যায়ক্রমে ওই ইউনিয়নে ৭৫০ জন অসহায় ও দুস্থ্যদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। একইভাবে উপজেলার বাকি ১০ টি ইউনিয়নেও প্রধানমন্ত্রীর এসব শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন ইউ’পি চেয়ারম্যানগন। 

উপজেলা ত্রাণ ও পূর্নবাসন অফিস সূত্রে জানা গেছে, এবারে এ উপজেলায় ১১টি ইউনিয়নে তিন ধাপে মোট ৫২ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে এবং সেই টাকা দিয়ে ১০ হাজার ৪৫০ জন পরিবারকে ৫’শ টাকা মূল্যের একটি করে খাদ্যসামগ্রীর প্যাকেট  যা প্রাধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করতে হবে। 

আমারসংবাদ/কেএস