Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

ভূরুঙ্গামারীতে ক্রেতা-বিক্রেতাকে জরিমানা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

জুলাই ১২, ২০২১, ০১:২০ পিএম


ভূরুঙ্গামারীতে ক্রেতা-বিক্রেতাকে জরিমানা

চলমান লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ক্রেতা-বিক্রেতার ৫০ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভূরুঙ্গামারী বাজারের আমতলার ৩ ব্যবসা প্রতিষ্ঠান মামনি বস্ত্রালয়, সোহাগ বস্ত্রালয় ও সওদাগর বস্ত্রালয়ের বিরুদ্ধে অভিযোগ তারা দোকানের ভেতরে ক্রেতাদের ঢুকিয়ে বাইরে থেকে তালা মেরে প্রসাশনের চোখ ফাঁকি দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিল।

সোমবার (১২ জুলাই) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম ওই ৩ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় দোকানের ভেতরে মালিক ও কর্মচারি ছাড়া ক্রেতাদের ভিড় দেখতে পান। একটি প্রতিষ্ঠান ক্রেতাদের তাদের ট্রায়াল রুমে গাদাগাদি করে লুকিয়ে রাখে। ভ্রাম্যমান আদালত অভিযুক্ত ৩ দোকান মালিককে ৪৫ হাজার টাকা এবং ক্রেতাদের ৫ হাজার ৭০০ টাকা জরিমানা করে।

সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম জানান, ওই তিন ব্যবসা প্রতিষ্ঠানকে একই অভিযোগে একাধিকবার সতর্ক করা হয়েছিল। তারা উপজেলা প্রসাশনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে লকডাউন ভেঙে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। 

তিনি আরো জানান, প্রয়োজনে উপজেলা প্রশাসন আরো কঠোর অবস্থানে যাবে।

আমারসংবাদ/কেএস