Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

কচুয়ায় সীমিত পরিসরে রথযাত্রা উৎসব পালিত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

জুলাই ১২, ২০২১, ০২:১০ পিএম


কচুয়ায় সীমিত পরিসরে রথযাত্রা উৎসব পালিত

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার জগন্নাথ ধাম অঙ্গণে ভারতীয় উপ-মহাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম শ্রী-শ্রী জগন্নাথ দেবের ১৫৪তম রথযাত্রা সোমবার (১২ জুলাই) সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়েছে। 

হিন্দু সম্প্রদায়ের এ উৎসব রথযাত্রাকে ঘিরে ব্যাপক প্রাণ চাঞ্চল্য থাকলেও মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে এবারের রথযাত্রা সামাজিক দুরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে উৎসব মন্দির কেন্দ্রীক ভক্তবৃন্দের পূজা অর্চনা করা হয়।

সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু জানান, মহামারী করোনা চলমান থাকায় আমরা ব্যাপক ভাবে উৎসব পালন করিনি। আমাদের পক্ষ থেকে সকল ভক্ত ও আগত অতিথিদের ধন্যবাদ জানাই। 

এ সময় সাচার জগন্নাথ ধামপূজা সংঘের সিনিয়র সহ-সভাপতি বাসু দেব সাহা, সহ-সভাপতি নিখিল দাস, নিমাই সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক প্রদীপ গোপ, অর্থ সম্পাদক গনেশ চন্দ্র ধর, সহ-অর্থ সম্পাদক দীপক দাস, দপ্তর সম্পাদক রনজিত সাহা, রথ উদযাপন কমিটির আহ্বায়ক হারাধন চক্রবর্তী সদস্য সচিব সুকদেব গোস্বামী সহ হিন্দু সম্প্রদায়েরর ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। 

আমারসংবাদ/কেএস