Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

ঝিনাইদহে নতুন করে গণটিকা দান কার্যক্রম শুরু

ঝিনাইদহ প্রতিনিধি 

জুলাই ১২, ২০২১, ০২:৪৫ পিএম


ঝিনাইদহে নতুন করে গণটিকা দান কার্যক্রম শুরু

ঝিনাইদহে নতুন করে চীন থেকে আমদানিকৃত সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে। 

সোমবার (১২ জুলাই) সকালে জেলা সদর হাসপাতালে এ গণটিকা প্রদান কার্যক্রম শুরু হয়। এতে হাসপাতাল কর্তৃপক্ষ, জেলা ছাত্রলীগ ও সদর পৌরসভার পক্ষ থেকে ফ্রী রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। ফ্রী রেজিষ্ট্রেশনের মাধ্যমে সদর হাসপাতালে আগতরা বিনা মুল্যে টিকা গ্রহণ করছেন।

ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম জানান, নতুন করে চিনের সিনোফর্মের ২৭ হাজার ২০০ টিকা  হাসপাতালে এসে পৌঁছেছে। সোমবার সদর হাসপাতালে বিনা মুল্যে টিকা প্রদান কার্যক্রম চলছে। 

আগামীকাল থেকে জেলার সকল উপজেলা পর্যায়ে এ টিকাদান কার্যক্রম শুরু হবে। সকাল থেকেই সদর হাসপাতালে টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।

আমারসংবাদ/কেএস