Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

চাঁপাইনবাবগঞ্জে ১২৭ মামলায় জরিমানা ৬৮২০০ টাকা 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

জুলাই ১২, ২০২১, ০৩:৪৫ পিএম


 চাঁপাইনবাবগঞ্জে ১২৭ মামলায় জরিমানা ৬৮২০০ টাকা 

জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে জারি করা কঠোর বিধিনিষেধের ১২তম দিন সোমবার (১২ জুলাই) অতিবাহিত হয়েছে। প্রতিদিনের মতো আজও জেলাজুড়ে জনসচেতনতামূলক অভিযান চালিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করেন সেনাবাহিনীর সদস্যরা। জনসচেতনতামূলক অভিযানের পাশাপাশি সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তি হিসেবে জরিমানা আদায় করা হচ্ছে। 

সোমবারও যারা মাস্ক ছাড়া ঘর থেকে বেরিয়েছেন, যাদের গাড়ির সঠিক কাগজপত্র ছিল না, যারা অকারণে আড্ডাবাজী করেছেন তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জেরার মুখে পড়তে হয়েছে। কাউকে কাউকে গুণতে হয়েছে জরিমানা। 

জেলা প্রশাসনের বিচার শাখা সূত্রে জানা গেছে, সোমবার জেলাজুড়ে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক অভিযান চালানো হয়েছে। একই সময় বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানাও করা হয়। 

গতকাল বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ১২৭ টি মামলা দায়ের করে ৬৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

আমারসংবাদ/কেএস