Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

সংক্রমণ প্রতিরোধে বরিশালে আনসার-ভিডিপির মাস্ক বিতরণ

বরিশাল প্রতিনিধি

জুলাই ১৩, ২০২১, ১০:৪৫ এএম


সংক্রমণ প্রতিরোধে বরিশালে আনসার-ভিডিপির মাস্ক বিতরণ

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে শতভাগ মাস্ক ব্যবহারে নিশ্চিত করতে বরিশাল নগরীর রুপাতলী, নতুল্লাবাদ, লঞ্চঘাটসহ গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্টে আনসার ও ভিডিপি কতৃক মাষ্ক বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ আমমার হোসেন বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছেন। 

বরিশাল জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকাতা-সদস্যরা উপস্থিত ছিলেন। 

মাস্ক বিতরণকালে জেলা কমান্ড্যান্ট আমমার হোসেন বলেন, মহামারি করোনাভাইরাস থেকে বাঁচার জন্য সরকারি সব ধরনের পরামর্শ মেনে চলতে হবে। বিনা কারণে ঘরে বাহিরে কেউ বের হবে না। নিজে মাস্ক পড়ুন এবং অপরকেও মাস্ক পড়তে পরামর্শ দিন।

আমারসংবাদ/এআই