Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

টুঙ্গিপাড়ায় ১১ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফ’র চাল 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

জুলাই ১৪, ২০২১, ০৯:৫৫ এএম


টুঙ্গিপাড়ায় ১১ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফ’র চাল 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১১ হাজারের বেশি গরীব ও অসহায় পরিবার পাচ্ছে ভিজিএফ এর ১০ কেজি করে চাল।

বুধবার (১৪ জুলাই) সকালে উপজেলার পাটগাতী ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম। 

এ সময় পাটগাতী ইউপি চেয়ারম্যান মিলন মোল্যা, ট্যাগ অফিসার আনোয়ার হোসেন, কৃষকলীগের সাধারণ সম্পাদক আসলাম সরদার সহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম জানান, টুঙ্গিপাড়ার অসহায় ও দরিদ্র মানুষেরা যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে তাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাল বিতরণ শুরু করা হয়েছে। উপজেলার ৫ টি ইউনিয়নে ৬৬৬০ ও পৌরসভার ৪৬২১ জন অসহায় ও দরিদ্র মানুষেরা ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল পাবে। এখানে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না। আজ পাটগাতী ও বর্নি ইউনিয়নে চাল বিতরণ করা হয়েছে। আগামী বৃহস্পতি ও শুক্রবার বাকি ৩টি ইউনিয়ন ও পৌরসভায় চাল বিতরণ করা হবে।

আমারসংবাদ/কেএস