Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

বাগেরহাটে ২৪ ঘন্টায় আক্রান্ত ১১৫

বাগেরহাট প্রতিনিধি

জুলাই ১৪, ২০২১, ১০:৩০ এএম


বাগেরহাটে ২৪ ঘন্টায় আক্রান্ত ১১৫

বাগেরহাটে গত ২৪ ঘন্টায় ৩৫৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ের মধ্যে কেউ মারা যায়নি। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৭৫ জন। 

মোট মৃত্যু হয়েছে ১০৩ জনের। সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬০ জন। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও বাড়িতে করোনা আক্রান্ত ১ হাজার ৫০০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৪ জুলাই) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন। 

আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৬১ জন, মোল্লাহাটে ১৭, ফকিরহাটে ১০, মোড়েলগঞ্জে ৬, মোংলায় ৫, কচুয়ায় ৪, চিতলমারী ৩ এবং শরণখোলায় ৯ জন রয়েছে। 

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গত ২৪ ঘন্টায় ৩৫৩ জনের নমুনা পরীক্ষায় ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সংখ্যার দিক দিয়ে আক্রান্ত কমলেও, সংক্রমণ কমেছে বলা যায় না। 

কারণ গত দুইদিন পরীক্ষার তুলনায় শনাক্তের সংখ্যা কমলেও প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে রোগী। এই অবস্থায় সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

আমারসংবাদ/এআই