Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

কিশোরগঞ্জে বেদে-তৃতীয় লিঙ্গের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি

জুলাই ১৪, ২০২১, ১২:০০ পিএম


কিশোরগঞ্জে বেদে-তৃতীয় লিঙ্গের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কিশোরগঞ্জে ২শ' জন বেদে, নরসুন্দর, হরিজন, তৃতীয় লিঙ্গ, অসহায় ও দুস্থদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী দিয়েছেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

বুধবার (১৪ জুলাই) সকালে জেলা পুলিশ লাইন্সে তিনি তাদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এসময় প্রত্যেককে স্বাস্থ্য বিধি মেনে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, আধা লিটার সয়াবিন তৈল, ৫০০ গ্রাম পেয়াজ, ৫০০ গ্রাম লবণ, ১টি সাবান ও ১টি মাস্ক প্রদান করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম হোসেন, কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএমসহ অন্যান্য পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী বিতরণের সময় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) তাদের উদ্দেশ্যে বলেন, দেশের দুর্যোগ মুহূর্তে কিশোরগঞ্জ জেলা পুলিশ সকলের পাশে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।

আমারসংবাদ/এআই