Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

করোনা-উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় আরও ১৪ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

জুলাই ১৫, ২০২১, ০৯:১০ এএম


 করোনা-উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় আরও ১৪ জনের মৃত্যু

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে একদিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত ১০ জন ও উপসর্গে চার জনের মৃত্যু হয়েছে।এনিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৭০ জন।

হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবদুল মোমেন বিষযটি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বর্তমানে হাসপাতালে ২২১ করোনায় আক্রান্ত রোগী ও ৬৪ জন উপসর্গ নিয়ে মোট ২৮৫জন ভর্তি রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৯৪ জনের নমুনা পরীক্ষা করে ২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০.৫৩ শতাংশ।

তিনি আরও জানান, আপাতত হাসপাতালে অক্সিজেন সংকট নেই। তবে নানা সীমাবদ্ধতা স্বত্বেও করোনা রোগীকে সাধ্যমত চিকিৎসা দেয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সংক্রমণ রোধ করার কোনো বিকল্প নেই।

আমারসংবাদ/এআই