Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

পার্বত্য মন্ত্রণালয়ের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি 

জুলাই ১৫, ২০২১, ১২:০০ পিএম


পার্বত্য মন্ত্রণালয়ের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পার্বত্য খাগড়াছড়ি জেলায় বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন’ করেছেন পার্বত্য জেলা পরিষদ  খাগড়াছড়ি।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা পরিষদ অডিটোরিয়ামে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। 

অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা, জেলাপরিষদের সদস্য নিলোৎপল খীসা, জেলা পরিষদের সদস্য মেমং মারমা, খাগড়াছড়ি সিভিল সার্জন নুপুর কান্তি দাশ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা সাংবাদিক বৃন্দ উপস্হিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকালে মুঠোফোনে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদসহ সকলকে অভিনন্দন জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চুক্তির পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠনের ফলে বিগত ২৩ বছরে পাহাড়ের মানুষের ভাগ্যন্নোয়নসহ সকল ক্ষেত্রে উন্নয়নের দুয়ার খুলেছে। এরই ধারা অব্যাহত থাকায় পাহাড়ের মানুষ আজ উন্নয়নমূখী এবং সফলতার দিকে এগিয়ে চলেছে। সে সাথে পার্বত্যাঞ্চলের ধারাবাহিক উন্নয়ন তারই সুফল ভোগ করছে বলে মন্তব্য করেন বক্তারা।

এর আগে সকালে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সভা আয়োজন করে। এতে মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, পাহাড়ে দীর্ঘ ২ যুগের স্বশস্ত্র সংঘাত নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য শান্তি চুক্তির শর্ত মোতাবেক ১৯৯৮ সালের ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়েছে।

আমারসংবাদ/কেএস